কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পবিত্র দত্তের শিশুপুত্র দেবদত্তের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার মিরপুরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঘন্টাব্যাপী সর্বাত্মক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরপুর পৌরসভার জননন্দিত মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মো. এনামুল হক।

আরও বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, পৌর কাউস্নিলর মো জমিরউদ্দীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আল মুজাহিদ হোসেন মিঠু, জেলা পরিষদ সদস্য মোহম্মদ আলী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস,আনোয়ারুজ্জামান মন্টু, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মাহাবুব শরিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার আফতাপউদ্দীন খান, পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মোহন্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা, যুগ্ম-সম্পাদক নিলয় কুমার সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. সুধীর কুমার শর্মা প্রমুখ।
বক্তাগণ বলেন এই তথ্য প্রযুক্তির উন্নয়নের যুগেও প্রশাসন ১৫ দিন পরেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। এক্ষেত্রে তাদের ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। তার প্রতি ভালবাসা থেকে আজকে সকল শ্রেণীর মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে। তারা অতি দ্রুত তাকে উদ্ধারের দাবি জানান।দেব দত্তের বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন আমার শিশুপুত্রকে অবিলম্বে উদ্ধার চাই।মানববন্ধনে বিভিন্ন সংগঠন একাত্মতা ঘোষণা করে। পরিশেষে এটি জনসমূদ্রে পরিণত হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ














