স্টাপ রিপোর্টার : কক্সবাজার প্রেস ক্লাব সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
২০২৪ সালের ২০ মার্চ কক্সবাজারের লাহারপাড়া স্কুলে আয়োজিত অভিভাবক সমাবেশে শিশু-কিশোরদের এসআরএইচআর (SRHR) বিষয়ক সচেতনতামূলক বক্তব্য প্রদানকে কেন্দ্র করে একটি মৌলবাদী চক্র পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালায়। তারা একটি স্বাভাবিক সামাজিক বিষয়কে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে ধর্মকে ব্যবহার করে উগ্রতা ছড়ানোর চেষ্টা করে।
সমাবেশে বক্তব্য রাখেন ইয়াছির আরাফাত, যিনি একজন সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মী। গণতান্ত্রিক দেশে আলোচনার ও সমালোচনার অধিকার সবার রয়েছে। কিন্তু তার বক্তব্যের আংশিক অংশ বিকৃতভাবে উপস্থাপন করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়। প্রেস ক্লাবের মতে, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং সংস্কৃতিক কর্মকান্ড বন্ধের অপ্রপায়াস, বাকস্বাধীনতা হরণের শামিল।এক বিবৃতিতে কক্সবাজার প্রেস ক্লাব জানায়- সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী ইয়াছির আরাফাতের উপর মৌলবাদীদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বিবৃতিতে স্বাক্ষর করেন- মোহাম্মদ আবু তাহের, সভাপতি, কক্সবাজার প্রেস ক্লাব, মুজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাব।














