কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পবিত্র দত্তের ছোট্ট শিশু দেব দত্তকে উদ্ধারের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের আয়েজনে বুধবার শহরের থানার মোড়ে এক সর্বাত্মক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি খন্দকার শামসুল আলম দুদু, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মো. জুলফিকার আলী, শিক্ষাবিদ অধ্যাপক মিজান সরকার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ সেন, কাজী আরেফ স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী, সিপিবির সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোপা সরকার, চারণ শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি মো.আব্দুল আজিজ, লেখক ফোরামের কনক চৌধুরী, ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক তপন রুশদি, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নরেন্দ্রনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক নিলয় কুমার সরকার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব কারশেদ আলম। মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন দীর্ঘ দশ দিনেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাকে অবিলম্বে উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে