রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কতিপয় দুর্বৃত্ত এ হামলা করে। পরে পুলিশ সেখানে গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতকর্মীদের সংঘর্ষ চলছে। এখন মন্ত্রীপাড়া থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে। এর আগে সকাল ১১টার দিকে প্রধান বিচারপতির বসভবনের সামনের রাস্তায় দুটি পিকআপ ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা কাকরাইল মোড়ে একটি বাসও ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারও আগে সকাল ৯টার দিকে কাকরাইলে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কাকরাইল সার্কিট হাউসের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের বহনকারী একটি গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপি কর্মীরা গাড়িটিতে হামলা চালায়। দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হন কয়েকজন।