ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর পুরাতন নাশকতা মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
এদিকে বুধবার (১১ অক্টোবর) দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, নাশকতার একটি মামলায় এ্যানিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানায় পুলিশ।