তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে জাতিকে সুস্থ-সবল থাকতে হবে। আর সুস্থ জাতির জন্য প্রয়োজন সুস্থ মা ও সুস্থ শিশু।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে দেশের ৬৪ জেলা ও ৪ টি পার্বত্য উপজেলা তথ্য অফিসের প্রধানদের অংশগ্রহণে ইউনিসেফের অর্থায়নে গণযোগাযোগ অধিদপ্তর পরিচালিত ‘মা ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় ৩-৪ জুন দু’দিনের কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নতির আরেকধাপ এগিয়ে নিতে ২০২১ ও ২০৪১ এর রূপকল্প বাস্তবায়নে প্রয়োজন জঙ্গি-মাদকমুক্ত সুস্থ সমাজ। আর সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতার বিকল্প নেই।’অধিদপ্তরের মহাপরিচালক মো: জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্যসচিব আবদুল মালেক। ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ বিভাগপ্রধান নেহা কাপিল আমন্ত্রিত অতিথির ভাষণ দেন।ইনু বলেন, ‘গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর স্তন্যদানের দু’বছর মা’কে অধিক পুষ্টির খাবার এবং শিশুর যত্নের পাশাপাশি সময়মত টিকা দিতে হবে।’

‘খেয়াল রাখতে হবে, কোনো শিশুই যেনো তার প্রাপ্য যত্ন থেকে বঞ্চিত না হয়। বস্তি বা চরের শিশু, যৌনকর্মীর শিশু, হিজড়া শিশুসহ সবার সেবা নিশ্চিত করতে মানুষ ও সংস্থাগুলোর সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে তথ্য অফিসারদের’, বলেন মন্ত্রী। শিশুকে তার সঠিক পরিচয় জানাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনায় আমরা প্রথমে মানুষ, তারপর জাতিতে বাঙালি বা যে যে জাতের এবং তারপর যার যার ধর্মের পরিচয়ে পরিচিত। শিশুকাল থেকেই মানুষকে থাকতে হবে পরিচয় সংকটমুক্ত।’

তথ্যসচিব আবদুল মালেক  প্রতিটি মানুষকে এ কার্যক্রমের আওতায় আনার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন ও একাজে ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান।

বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে