মাওলা সুজন,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিজানুর রহমান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইব্রাহীম নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে হরকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হত্যার ঘটনাটি ঘটে।নিহত মিজানুর রহমান চরকিং  ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের  মৃত মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে।এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো: ইব্রাহীম (২১) নামে একজনকে আটক করেন। সে একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমির হোসেন জানান, প্রতিবেশীদের সাথে নিহত মিজানুর রহমানের দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই ঘটনার জের ধরে শনিবার দিবারাত ১১ টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের মসজিদ মার্কেট থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে মিজানুরকে ৭/৮ জন লোক কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ জনক একজনকে আটক করে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে