ঢাকা, ২৭ জুলাই ২০২৩: দেশের অন্যতম সাংবিধানিক পদ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে নবনিযুক্ত মো. নূরুল ইসলাম জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ সময় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নূরুল ইসলাম বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। চেতনায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ধারণ করে নিরীক্ষা ও হিসাব বিভাগ নিরলস কাজ করে যাবে।’
বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নবনিযুক্ত সিএজি’কে শপথ বাক্য পাঠ করান। গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে সিএজি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ