মাতৃমৃত্যু হার কমাতে হলে মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার,এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদরের ইউএ্যান্ডএফপিও ডা: আব্দুল মোমেন, ইউনিসেফএর একটি পোগ্রামের পরিচালক ডা: আসরাফী আফরিন, আদ্বীন, আরবান হেলথ্, সেভ দা চিলড্রেন সহ নারী ও মাতৃস্বাস্থ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা: রওশন আরা বেগম বলেন নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের প্রথম ধাপ হল বাল্যবিবাহ বন্ধ করা। কারণ বাল্যবিবাহ একজন নারীর স্বাস্থগত বিপর্যয়ের জন্য দায়ী। একজন নারীকে গর্ভধারণের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে। তিনি আরও বলেন একজন গর্ভবতি নারীর প্রতি আমাদের সকলেরই সহানুভুতিশীল হওয়া উচিত। তিনি সকল ডেলিভারী স্বাস্থ কেন্দ্রে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ এসডিজিভূক্ত একটি দেশ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের মাধ্যমে আমরা এসডিজির লক্ষমাত্রা পুরণ করব এবয় একইসাথে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হব।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে