কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের ধারণা, আগামী ২০৪০ থেকে ২০৫০ সালের মধ্যে অন্তত ৫০ শতাংশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই সিস্টেম মানুষের সমান দক্ষতা অর্জন করবে। আর আলোচিত চ্যাটজিপিটির স্বপ্নদ্রষ্টা ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মনে করেন, আসছে দশকে কম্পিউটার প্রোগ্রাম প্রায় সবকিছু করতে পারবে, নতুন বৈজ্ঞানিক অনুসন্ধানও। যা এই ‘সবকিছু’ শব্দের ধারণাই বদলে দিতে পারে। এত ক্ষমতার হাতছানি সত্বেও শেষ বিচারে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স মেশিনই। সিদ্ধান্ত নেয়ার ও নিজ ক্ষেত্রে তা প্রয়োগ করতে নির্দেশদাতা হিসেবে এখনও ফুরিয়ে যায়নি মানুষের প্রয়োজন।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে বাংলাদেশ কবে নাগাদ ও কি মাত্রায় সুফল পাবে তা এই সিস্টেমকে দেয়া তথ্যের ওপর নির্ভর করছে। বিজ্ঞান বিষয়ক লেখক ও সাংবাদিক মুনির হাসান বলেন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এর শক্তি হচ্ছে ডেটা। আমাদের বেশিরভাগ কাজ কিন্তু হয় বাংলাতে। ইন্টারনেটে বাংলা অনেক ডেটা থাকলেও সেগুলো কিন্তু কাঠামোগত উপায়ে কোনো একটা সিস্টেমে ঢোকানো হয়নি।

বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমান বলেন, কোনো কৃষক যদি এআই নির্ভর একটি অ্যাপ ব্যবহার করে জানতে চায় যে কখন ধান রোপণ করবো? সেক্ষেত্রে প্রচুর পরিসংখ্যান সংগ্রহ করে সেই অ্যাপ্লিকেশনকে দিতে হবে। সেই পরিসংখ্যান সংগ্রহ করার মতো অটোমেশন উপকরণ আমাদের নেই। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, জলবায়ুসহ নানা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার তাক লাগানো ইতিবাচক প্রভাব রাখার সুযোগ বাংলাদেশে আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। লেখক ও সাংবাদিক মুনির হাসান বলেন, ডেটাগুলো নিয়ে যদি সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, তবে সেটারও একটা নতুন সম্ভাবনার জায়গা তৈরি হবে। বাংলাদেশে চাকরির বাজারে দু-তিন বছর পরে কিন্তু বড় ধরনের একটা অস্থিরতা তৈরি হবে। সেটাকে যদি সামাল দিতে হয়, তাহলে এই যে নতুন সুযোগ, সেই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে।

অধ্যাপক ড. আশিকুর রহমান বলেন, যখনই প্রযুক্তির কোনো রূপান্তর হয়, তাকে আলিঙ্গন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমাদের শুধু চিন্তা করতে হবে যে, কিভাবে আমরা সমাজ এবং অর্থনীতির উন্নতির জন্য এটা ব্যবহার করতে পারি। বিভিন্ন দেশের সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কতটুকু প্রস্তুত? অক্সফোর্ড ইনসাইটস এর গেল বছরের তালিকায় দেখা যাচ্ছে ১৮১ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮০-তে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে