বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ’উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বরে আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

র‍্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে মন্ত্রী ক্লাব মিলনায়তনে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিএফইজে’র সভাপতি ওমর ফারুক, সাংবাদিক নেতা ও টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে