ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদো আবারও নতুন করে আলোচনায়। তুরস্ক-সিরিয়ায় সোমবার আঘাত হানা ভূমিকম্প নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছে বিতর্কিত এই ম্যাগাজিনটি। এরপর বৈশ্বিক নিন্দার মুখে পড়েছে শার্লি এবদো। খবর আল আরাবিয়া’র।
বর্ণবাদী এবং প্রচণ্ড ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন হিসেবে আগে থেকেই ‘পরিচিতি’ রয়েছে শার্লি এবদোর। সোমবার(৬’ই ফেব্রুয়ারি) তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর নিজেদের টুইটার হ্যান্ডেলে ‘কার্টুন অব দ্য ডে’ প্রকাশ করে ম্যাগাজিনটি। ওই কার্টুনে দেখা যায়, ধসে পড়া ভবন, উল্টে যাওয়া একটি গাড়ি ও ধ্বংসস্তূপের পাহাড়। ওই ব্যঙ্গচিত্রে লেখা হয়, তুরস্কে ভূমিকম্প। সেখানে ট্যাংকও পাঠাতে হয়নি। কয়েক দশকের মধ্যে ভয়াবহতম এই ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় এ পর্যন্ত ১৫’হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে শত শত ঘরবাড়ি। ধসে পড়া এসব ভবনের নিচ থেকে মানুষজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। কিন্তু এমন এক সময়ে এ ধরনের একটি বিতর্কিত ব্যঙ্গচিত্র আঁকায় তুরস্ক থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে। তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক টুইট বার্তায় নিন্দা জানিয়ে বলেন, ‘আধুনিক বর্বর! তোমাদের ক্ষোভ আর ঘৃণায় ডুবে মরো।