অবশেষে ৬৮’বছর পর দখলমুক্ত হচ্ছে বেনাপোলের ঐতিহ্যবাহী হাকর নদী। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে শুরু হয়েছে নদী খননের কাজ। এতে বেনাপোলবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। তারা জানায়, ভারতের ইছামতি, গঙ্গা ও ফারাক্কাসহ বাংলাদেশের কুদলা, কপোতাক্ষ ও রূপসা নদীর সঙ্গে সংযুক্ত প্রবহমান হাকর নদ।
যেখানে চলতো লঞ্চ ও স্টিমার; যার সঙ্গে জড়িয়ে ছিল দুই বাংলার লাখো মানুষের জীবন জীবিকা। ১৯৫৫ সালের পর থেকে নদের দুই পাড় দখল করে নেয় প্রভাবশালী লোকজন। গড়ে তোলে অট্টালিকা, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ, পুকুর ও মাছের খামার। এতে হুমকির মুখে পড়ে পরিবেশ ও জীব বৈচিত্র্য। এরপর ৬২ সালের পর, ভূমি কর্মকর্তাদের সহায়তায় হাকর নদ চলে যায় ব্যক্তি মালিকানায়। দীর্ঘ এ সময়ে নদটি দখলমুক্ত করতে শত চেষ্টা চললেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে দীর্ঘ ৬৮ বছর পর শুরু হলো খনন কাজ।
পাউবো জানায়, বেনাপোলের নারায়ণপুর থেকে সাদীপুর চেকপোস্ট পর্যন্ত ৫ কিলোমিটার খনন করা হবে। ধাপে ধাপে চলছে এ খনন কার্যক্রম। এতে সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে খননকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।




























