অবশেষে ৬৮’বছর পর দখলমুক্ত হচ্ছে বেনাপোলের ঐতিহ্যবাহী হাকর নদী। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে শুরু হয়েছে নদী খননের কাজ। এতে বেনাপোলবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। তারা জানায়, ভারতের ইছামতি, গঙ্গা ও ফারাক্কাসহ বাংলাদেশের কুদলা, কপোতাক্ষ ও রূপসা নদীর সঙ্গে সংযুক্ত প্রবহমান হাকর নদ।

যেখানে চলতো লঞ্চ ও স্টিমার; যার সঙ্গে জড়িয়ে ছিল দুই বাংলার লাখো মানুষের জীবন জীবিকা। ১৯৫৫ সালের পর থেকে নদের দুই পাড় দখল করে নেয় প্রভাবশালী লোকজন। গড়ে তোলে অট্টালিকা, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ, পুকুর ও মাছের খামার। এতে হুমকির মুখে পড়ে পরিবেশ ও জীব বৈচিত্র্য। এরপর ৬২ সালের পর, ভূমি কর্মকর্তাদের সহায়তায় হাকর নদ চলে যায় ব্যক্তি মালিকানায়। দীর্ঘ এ সময়ে নদটি দখলমুক্ত করতে শত চেষ্টা চললেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে দীর্ঘ ৬৮ বছর পর শুরু হলো খনন কাজ।

পাউবো জানায়, বেনাপোলের নারায়ণপুর থেকে সাদীপুর চেকপোস্ট পর্যন্ত ৫ কিলোমিটার খনন করা হবে। ধাপে ধাপে চলছে এ খনন কার্যক্রম। এতে সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে খননকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে