২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য আজ প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করা হয়েছে। আসন্ন আসরে অংশগ্রহণকারী দলগুলো বেছে নিয়েছে তাদের প্রত্যাশিত খেলোয়াড়দের। তাতে বেশি লাভবান হয়েছে আবাহনী। দ্বিতীয়স্থানে রাখা যায় মোহামেডানকে।
কারণ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে আবাহনী। আর মোহামেডান দলে নিয়েছে উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমানকে।
ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে নিয়েছে কলাবাগান। শেখ জামাল দলে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও আবু হায়দার রনিকে। সাব্বির রহমানের ঠিকানা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। নাসির হোসেন খেলবেন প্রাইম দোলেশ্বরে এবং সৌম্য সরকার খেলবেন লিজেন্ড অব রুপগঞ্জে।


























