চট্টগ্রাম চিড়িয়াখানার খাঁচা ভেতরে আছে রাজ-পরি, পদ্মা-মেঘনাসহ বাহারি নামের ১৬’টি বাঘ। জায়গা সংকুলান ও বাঘের উন্নত পরিবেশ নিশ্চিত করণে এবার চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মাণ করা হচ্ছে আরেকটি অত্যাধুনিক খাঁচা। সোমবার সকালে ৪০’হাজার স্কয়ার ফিটের নতুন খাঁচার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মমিনুল রহমান। পরে জেলা প্রশাসক জানান, দর্শনার্থীদের আকৃষ্ট করতে চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে।
চিড়িয়াখানায় এর আগে গত মাসে আনা হয়েছে ক্যাঙ্গারু ও লামাসহ নানা প্রাণী। এই মাসেই আফ্রিকা ও ইউরোপ থেকে আনা হবে ম্যাকাউ, সিংহ ও ওয়েলবিস্টসহ নানা প্রাণী। জেলা প্রশাসক আরও জানান, জঙ্গল সলিমপুরে উদ্ধার করা খাস জমিতে এই চিড়িয়াখানার অধীনেই স্থাপন করা হবে নাইট সাফারি পার্ক। এখন চলছে পরিকল্পনা প্রণয়নের কাজ।





























