জামালপুরে কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হচ্ছে আমন ধান। মরে যাচ্ছে ধান গাছ। এতে দিশাহারা কৃষক। তাদের অভিযোগ, সংকট মোকাবেলায় কৃষি বিভাগ থেকে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তারা জানালেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। দূর থেকে দেখে মাঠ জুড়ে পাকা ধান মনে হলেও আসলে পোকার আক্রমণে কাঁচা ধান লালচে বর্ণ ধারণ করেছে। কারেন্ট পোকার আক্রমণে জেলার অধিকাংশ আমনের ক্ষেতে এখন একই চিত্র। নষ্ট হয়েছে জেলা সদরের হাজার হাজার হেক্টর জমির ফসল।
মাস খানেক আগে আমন ক্ষেতে শুরু হয় কারেন্ট পোকার আক্রমণ। এ পোকা ধান গাছের গোড়ার রস খেয়ে ফেলায় মরে যাচ্ছে শিষ ও পাতা। আর যেসব ক্ষেতের ধান পরিপক্ক হতে চলেছে তার ৯০ ভাগই চিটায় পরিণত হয়েছে। নিয়মিত বালাই নাশক ¯েপ্র করেও রক্ষা করা যাচ্ছে না ক্ষেতের ফসল। কৃষি বিভাগকেও পাশে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। তবে, কৃষি বিভাগ জানিয়েছে, ফসল রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। প্রসঙ্গত চলতি মৌসুমে জামালপুর সদর উপজেলায় ৩১ হাজার ৭’ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।





























