রাজধানীর রাজনৈতিক কর্মসূচিতে নাক গলাবে না পুলিশ, ফৌজদারি অপরাধ না হলে সমাবেশেও হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সোমবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

গোলাম ফারুক বলেন, থানায় সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে। জিডি বা মামলা করতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেটাও দেখা হচ্ছে। এ’সময় কমিশনার হুঁশিয়ারি দেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি রোধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি। ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন খন্দকার গোলাম ফারুক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে