দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হয়ে তরুণরা জঙ্গিবাদে জড়াচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (১৯’ই অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ’এসব ঘটনার উৎস খুঁজে বের করে আইনের আওতায় আনতে সরকার তৎপর আছে। তিনি আরও জানান, বিদেশে টাকা পাচার করছে এমন সাতশ অভিযুক্তকে শনাক্ত করেছে আইনশৃংখলারক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’ নজরদারি বাড়াতে অপরাধীদের ডাটাবেস তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে