নইমুল ইসলাম সজীব, শ্রীপুর প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় রেললাইনে কংক্রিটের স্লিপার আনলোডের সময় ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মূল লাইনে আছড়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার(২০’শে অক্টোবর) সকাল ৯’টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ। তিনি জানান, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা কংক্রিটের স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ দুর্ঘটনার ফলে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে বলে জানান স্টেশন মাস্টার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে