কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ সোমবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। লালন শাহ’র ১৩২তম তিরোধান উপলক্ষে তিনদিনের এই অনুষ্ঠানের আয়োজন করেছে লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সন্ধ্যায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে লালন আখড়ায় জড়ো হয়েছেন ভক্ত-অনুসারীরা। উৎসবকে ঘিরে মরা কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা।
বাউল সম্রাট লালন শাহ’র তিরোধান দিবস উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে নতুন সাজে। সাইজির মৃত্যুর পর থেকেই পহেলা কার্তিকের মধ্য রাতে, অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় তিরোধান উৎসবের আনুষ্ঠানিকতা। সাঁইজিকে স্মরণে সারাবছর অধীর অপেক্ষায় থাকেন ভক্ত-অনুসারীরা। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনের স্মরণোৎসব। সোম থেকে বুধবার পর্যন্ত এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনদিনের লালন স্মরণোৎসব সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে পালনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আখড়াবাড়ি ও লালন মঞ্চ এলাকা বসানো হয়েছে সিসি ক্যামেরা।
তিরোধান উৎসব ঘিরে লালন মঞ্চে আয়োজন করা হয়েছে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আলোচনা। এদিকে উৎসব উপলক্ষে কালী নদীর ধারে বসেছে গ্রামীণ মেলা।