পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা হবে আগামী বৃহস্পতিবার (১৩’ই অক্টোবর)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিদ্যুতের দাম কেমন বাড়ছে তিনি জানাননি। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
জানা গেছে, বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষে গত ১৮’ই মে গণশুনানি হয়। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪’ই অক্টোবর। এর আগে, যেকোনও দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে।
বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ১৭’পয়সা। গত ১৮’ই মে অনুষ্ঠিত গণশুনানিতে ইউনিটপ্রতি ৬৬ শতাংশ বাড়িয়ে আট টাকা ৫৮ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছিল পিডিবি।