রংপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উইমেন অফ দ্য ওয়ার্ল্ড- ওয়াও ফেস্টিভাল, অনুপ্রেরণার গল্প শোনাবেন ৪’জন নারী। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফেস্টিভাল। দিনব্যাপী এই আয়োজনে থাকছে নানা ধরনের আকর্ষণীয় সেগমেন্ট। যেখানে ওয়াও বাইটসে নানা প্রতিবন্ধকতা পার করে কিভাবে সফল হয়েছেন সেই গল্প শোনাবেন রংপুর বিভাগের চার নারী।

জামিলা কসাই!
দিনাজপুরের বীরগঞ্জের জামিলা বেগম। এলাকায় পরিচিত জামিলা কসাই নামে। নারী হয়েও ভিন্ন ধরনের পেশায় প্রতিষ্ঠিত করতে তাকে সমাজের নানা বাধা পেরুতে হয়েছে। সবার কটুকথা আর সব বাধা উপেক্ষা করে তিনি প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। পেয়েছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও পুরস্কার।

উম্মে কুলসুম পপি
রংপুর শহরের তরুণ উদ্যোক্তা উম্মে কুলসুম পপি। স্নাতকের এই শিক্ষার্থী নিয়মিত Vlog করেন ফল চাষ নিয়ে। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে কর্মমূখী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছেন তিনি। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই তার কাছে আনন্দের।

নাছিমা জামান ববি
রাজনীতির জন্য স্লোগান কন্যা খ্যাত নাছিমা জামান ববি। রংপুর সদর উপজেলার পরপর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। পেশা শিক্ষকতা হলেও ধ্যান-জ্ঞানে তিনি সমাজসেবক। প্রসূতির চিকিৎসা সেবা নিশ্চিত, তালাকপ্রাপ্ত নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ এবং বেকার যুবক-যুবতীদের কৃষি ও মৎস্যচাষে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে স্বাবলম্বি করতে কাজ করে যাচ্ছেন।

আফরোজা বেগম রাবেয়া
আফরোজা বেগম রাবেয়া বাল্যবিয়ে ও পরে নির্যাতনের শিকার। কিন্তু হার মানেনি। একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করে নিজে ঘুরে দাঁড়িয়েছেন। সেই সাথে নির্যাতনের শিকার হাজারো নারীর সহায়তায় কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে রংপুর মহানগর জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম রাবেয়া।

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় উৎসব আয়োজন করছে সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভেলপমেন্ট- সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে