স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘জঙ্গি, অবক্ষয়, দুর্নীতি মানবে না এই সংস্কৃতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে এ নাট্য উৎসবের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, নির্বাহী সদস্য শাহীনুর আলম লিটন, বিবর্তণ নাট্য গোষ্টির সভাপতি রাজু আহম্মেদ মিজান। রোববার থেকে শুরু হওয়া এ নাট্য উৎসব চলবে ১৮ ফেব্রæয়ারি পর্যন্ত। ৩ দিন ব্যাপী এ উৎসবে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দর্শন ও ঢাকার ৮ টি নাট্যদল নাটক পরিবেশন করবেন।

প্রথম দিন ঝিনাইদহের বিহঙ্গ সংস্কৃতিক চর্চা কেন্দ্র ও দর্শনার অর্নিবান নাট্য দল পরিবেশন করে নাটক ‘ইনডেমনিটি’ ও হিং টিং ছট।

জাহিদুর রহমান তারিক
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে