ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল বারকাতকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধ্যাপক ড. আবুল বারকাত আগামী তিন বছরের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ড. আবুল বারকাত। চলতি বছরে তিনি জাপান সরকারের ‘দ্য অর্ডার অব রাইজিং সান, গোল্ড রেস উইথ নেক রিবন’ সম্মাননা পেয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে