ভোলা জেলার উপজেলা সদরের মেঘনা নদীর পাড়ে চলছে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প। উজান আর্ট স্পেসের আয়োজনে শুক্রবার সকালে শীবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকায় কার্যক্রমের শুরু হয়। জল ও জীবন এই প্রতিপাদ্য নিয়ে আর্ট ক্যাম্পে রাজধানী ঢাকা থেকে মোট ১০ জন চিত্রশিল্পী অংশ গ্রহণ করেন।

আয়োজক প্রতিষ্ঠান উজান আর্ট স্পেসের প্রধান মনির উদ্দিন অনিক জানান, ভোলা দ্বীপ জেলা হওয়াতে এখানে জলের উপর নির্ভর করে মানুষের জীবন। তাই জলের উপর জীবনের নির্বাহ, জেলে নৌকা, জাল ও প্রকৃতির অপরুপ সৌন্দর্যই এই আর্ট ক্যাম্পের মূল উপজীব্য। ভোলাতে এই প্রথম এই ধরনের আর্ট ক্যাম্প হচ্ছে। পরবর্তীতে এসব ছবি নিয়ে ঢাকায় একটি প্রদর্শনী করার পরিকল্পনার কথা জানান তিনি।

আর্ট ক্যাম্পে শিল্পী এস এম মিজানুর রহমান, আব্দুর রব খান, অসিম দাস, কাননে জান্নাত, প্রিতম চৌধুরী, রবি দেওয়ান, কুয়াশা বিন্দু, শাহেদ মোহাম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন। আগামীকাল শনিবার পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে