রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। বহুল আলোচিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শীতল পাল জেলার দায়রাজজ আদালতে এ চার্জশীট দাখিল করেন। এতে অভিযুক্ত সবাইকে অন্তর্ভুক্ত করা হয় ।তারা হলো, ইমন, হেলাল,প্রদিব, নাহিদ, তুর্য, পিয়াস, জীবন ও ফরিদ। তারা সবাই গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকা ও এর আশপাশের বাসিন্দা। এ’বিষয়ে শীতল পাল বলেন, আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট পাঠানো হয়েছে। এই আট জনের মধ্যে ৫ জন সরাসরি ধর্ষণের সাথে জড়িত এবং বাকি ৩ জন বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এদের দুজনের ডিএনএ ম্যাচ করেছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী শিক্ষার্থীকে জোরপূর্বক একটি ভবনে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা। পরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ২৫’শে ফেব্রুয়ারি রাতে সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় র্যাব-৮ এর সদস্যরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।





























