জাকারিয়া সোহাগ, রাবি প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭’তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। মঙ্গলবার সকাল ১০’টায় শোক র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রেসক্লাব সদস্যরা। এরপর ক্লাব সদস্যদের নিয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ‘ শীর্ষক উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে তিন ক্যাটাগরির এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাবি প্রেসক্লাবের ৩২’তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ও বিচারক হিসাবে ছিলেন ক্লাবের সভাপতি বেলাল হোসাইন বিপ্লব। প্রতিযোগিতায় অন্যান্য বিচারক ছিলেন ক্লাবের সহ-সভাপতি এম.আর. মামুন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সজল। তিন পর্বের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অধিকার করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক’র ক্যাম্পাস প্রতিনিধি কামরুল হাসান অভি ও ২য় স্থান অধিকার করেন দৈনিক আলোকিত ভোর’র ক্যাম্পাস প্রতিনিধি পপি রাজবংশী।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন দৈনিক সাহস পত্রিকার রাবি প্রতিনিধি মারুফ হোসেন মিশন ও ২য় হন বিডি টাইমস্ নিউজের প্রতিনিধি জাকারিয়া সোহাগ এবং দেশাত্মবোধক গানে ১ম স্থান অর্জন করেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ডেইলি সান পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মিন্টু ও ২য় স্থান অর্জন করেন দৈনিক ঢাকা প্রকাশের প্রতিনিধি আসাদুল্লাহ গালিব। এরপর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে