মো: দিল সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জে ইছামতী নদীর উপর ব্রীজ না থাকায় প্রায় ১২ টি গ্রামের ৫০হাজার মানুষের যাতায়াতের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিনে দেখা যায়, কদমপাল,চর পদমপাল,রাজাপুর,পাচটিকরি,ধোপা পড়া,সড়ায়চন্ডি রহিমপুর, মাছুয়াকান্দি, বহুলিসহ বিভিন্ন গ্রামের সকল শ্রেনীর পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুরদুরান্তের প্রায় দিন ৫ হাজার মানুষ যাতায়াত করে বাঁশের সাকো দিয়ে। এতে যেমন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়াও সাকো পার হতেই গুনতে হয় টাকা। অনেকে দুর্ঘটনা কবলিত হয়ে নদীতে পরে যায় বিধায় যাতায়াত করতে অনিহা অনেকের মাঝে। এদিকে চন্ডিদাসগাঁতী গ্রামে স্কুল-কলেজ- মাদ্রাসা ও হাট-বাজার থাকায় প্রতিনিয়ত চলতে ১২ টি গ্রামের মানুষ।
স্থানীয়রা জানান, আমাদের চলাচল খুবই কষ্ট হয়ে পড়েছে। অনেক সময় চলাচলের সময় নদীতে পড়ে যায়। ভারী মালামাল বহন করা যায় না। কোমলমতি শিক্ষার্থীসহ নানান পেশাজীবি মানুষের বাঁশের সাকো দিয়ে চলাচল ঝুঁকি হয়ে পড়েছে। জননেত্রী শেখ হাসিনাসহ স্থানীয় জনপ্রতিনিধির কাছে আমরা জোড় দাবি জানাচ্ছি। আমাদের যেন দ্রত ব্রীজ দিয়ে চলাচলের সুবিধা করে দেয়।
সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইছামতী নদীর উপর ব্রীজের জন্য সার্ভে করা হয়েছে। যখন বাজেট হবে তখন ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ