গ্যাসের মজুদ কমে আসায় বেশিদিন কম দামে জ্বালানি দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনার্জি রেগুলেটরি কমিশনের এক সেমিনারে এ কথা জানান তিনি। তবে দাম সহনীয় রাখতে ভর্তুকি অব্যাহত রাখার কথাও বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে জ্বালানি খাতে কি পরিমাণ ভর্তুকি দেয়া হবে তা নির্ধারণে কাজ করছে একটি কমিটি। এদিকে, আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাসের দাম বেশি হওয়ায় দেশের বাজারে দাম বাড়ানোর বিকল্প নেই বলে জানান পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান। তিনি দাবি করেন, কম দামে গ্যাস বিক্রি করায় দিনে প্রায় ছয় কোটি টাকা লোকসান গুনছে বাপেক্স।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে