ইসলামী বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য, শিক্ষাবিদ, লেখক অধ্যাপক ড. মুহাম্মদ কায়েস উদ্দিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কায়েস উদ্দিনের মৃত্যুতে পৃথক-পৃথক শোক-বার্তায়  বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়াও,  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কায়েস উদ্দিনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক-বার্তায় তাঁরা ইসলামী  বিশ্ববিদ্যালয়ের  অগ্রগতি এবং শিক্ষা ও গবেষণায় অধ্যাপক ড. মুহাম্মদ কায়েস উদ্দিনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কায়েস উদ্দিন আজ (১১ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ কায়েস উদ্দিন ৩ সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ১৯ অক্টোবর ২০০০ পর্যন্ত ইসলামী বিশ^বিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেন।

ক্যাম্পাস নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে