ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ অক্টোবর ২০২১ “শেখ রাসেল দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসাবে সোমবার সকালে শেখ রাসেল হলে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগীতার বিষয়বস্তু ছিলো খেলাধুলায় শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও শেখ রাসেল। এ সময় শেখ রাসেল হলে চিত্রাংকন প্রতিযোগীতাস্থল ঘুরে দেখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃআলমগীর হোসেন ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, শেখ রাসেল দিবস ২০২১ উদ্ধসঢ়;যাপন কমিটির আহবায়ক এবং শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন ও হলের আবাসিক শিক্ষকবৃন্দ। উল্লেখ্য যে, শেখ রাসেলের জন্মদির উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী
বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১৮ অক্টোবর ২০২১ “শেখ রাসেল দিবস” উদ্ধসঢ়;যাপন উপলক্ষ্যে উপর্যুক্ত কর্মসূচিতে করোনা ভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ