ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ অক্টোবর ২০২১ “শেখ রাসেল দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে “শেখ রাসেল দিবস”-২০২১ উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর সোমবার সকাল ১০ টা ২০ মিনিটে শেখ রাসেল হল চত্বরে জাতীয় পতাকা,বিশ্ববিদ্যালয়ের পতাকা ও শেখ রাসেল হলের পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং শেখ রাসেল হলের পতাকা উত্তোলন করবেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত থাকবেন শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন ও রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান। এরপর সকাল ১০ টা ৩০ মিনিটে শেখ রাসেল হল চত্বরে শেখ রাসেলের ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় সাথে থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শেখ রাসেল ভাস্কর্য সকলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উন্মোক্ত করে দেয়া হবে।

এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবস ২০২১ এর দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারঃ) মু.আতাউর রহমান সহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বেলা ১১ টায় শেখ রাসেল দিবস (শেখ রাসেলের জন্মদিন) উপলক্ষ্যে শেখ রাসেল হলের হলরুমে আলোচনাসভা, চিত্রাঙ্কন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তা প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন, প্রভোস্ট, শেখ রাসেল হল, শুভেচ্ছা বক্তা মু. আতাউর রহমান, রেজিস্ট্রার (ভারঃ)। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, শেখ রাসেল দিবস ২০২১ উদ্ধসঢ়;যাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক। অনুষ্ঠান শেষে শেখ রাসেল হলে শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১৮ অক্টোবর ২০২১ “শেখ রাসেল দিবস”উদ্ধসঢ়;যাপন উপলক্ষ্যে উপর্যুক্ত কর্মসূচিতে করোনা ভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে