জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় নতুনদের বরন করলেন। এ উপলক্ষে রবিবার ভার্সিটির নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি ও শিক্ষার্থীরা।
উক্ত নবীন বরন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মোস্তুফা জালাল, রেজিষ্ট্রার খন্দকার এহসান হাবীব, বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী বনলতা আক্তার, ইংরেজি বিভাগের জুয়েল রানা, সিএসই বিভাগের ফারুক আহমেদ খোকন, সুলতান মাহমুদ ইকরাম, সমাজ বিজ্ঞান বিভাগের মহিউদ্দিন মাহি।
ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ব্যবহারে দক্ষতা এবং সেই সাথে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে।আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় বর্তমানের চেয়ে সামনে আরও একধাপ এগিয়ে যাবে।ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ