জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত ‘জাতীয় আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতায়’ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট বিতার্কিক দল।

বুধবার (১৫ সেপ্টেম্বর, ২০২১) ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় বেরোবি রোভার স্কাউট বিতার্কিক দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ সাঈদুর জামান বাপ্পি। এছাড়াও বেরোবি’র রোভার স্কাউট দলের অন্য দুজন বিতার্কিক রাতুল বসাক এবং মোঃ সাব্বির আহমেদ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রথমে জেলা পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় রংপুর জেলার ৬টি রোভার স্কাউট দল অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে রংপুর জেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় বেরোবি।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে