কক্সবাজার মহেশখালির মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি জাপানি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস দিয়েছেন। মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিশন টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। এরই অংশ হিসেবে উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় কক্সবাজারের মাতারবাড়ীতে ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালে এ কেন্দ্র উৎপাদনে যাবে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সর্ববৃহৎ কয়লাবিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হলি আর্টিজানের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জাপানিদের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, মাতারবাড়ির উন্নয়ন প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে।

প্রধানমন্ত্রী জ্বালানি ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের সমালচোকদের জবাব দেন শেখ হাসিনা।রোহিঙ্গাদের সাথে আলাপ করে তাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ন্যাশনাল ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে