ইউরোপ ব্যুরো অফিস ডেস্ক রিপোর্ট।। গ্রেট বৃটেনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ইতালী, ফ্রান্স, জার্মান, ডেনমার্ক ও হল্যান্ড’সহ পুরো ইউরোপ জুড়ে করোনার তৃতীয় ধাপের তান্ডবে দিশেহারা ইউরোপের সকল দেশ। জার্মান ফ্রান্স, ইতালী’সহ কয়েকটি দেশেই প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০’হাজার লোক আক্রান্ত হচ্ছে। এ সব দেশে সর্বমোট মৃত্যুর সংখ্যা ১’লাখ ছুঁইছুঁই, আক্রান্তের সংখ্যাও প্রায় ৩০’লাখের উপর। প্রায় সব দেশেরই অর্থনীতিতে নেমে এসেছে চরম হতাশা। দিনের পরদিন মাসের পর মাস লক ডাউনে অফিস আদালত কল-কারখানা বন্ধ থাকার ফলে মানুষের মধ্যে নেমে এসেছে চরম দুর্ভোগে ও হতাশা। অধিকাংশ দেশেই করোনা নিয়ন্ত্রনে বহুমুখী পদক্ষেপ গ্রহন করে তেমন কোন সুফল না পাওয়ার কারনে তখন একমাত্র ভরসা করোনা ভ্যাকসিন।
ইউরোপ থেকে আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিন জানান, করোনার তৃতীয় ধাপে এসেও পুরো ইতালী বিধ্বস্থ হয়ে পড়েছে, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, লংম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গত এক সপ্তাহে ইতালী নতুন করে আক্রান্ত হয়েছে দেড় লক্ষ লোক মৃত্যু বরনকরেছেপ্রায় আড়াই হাজার। গত এক বছর আগে শুরু হওয়া করোনা ভাইরাসের ভয়াবহতা শুধু বেড়েই চলছে। এ পর্যন্ত দেশটিতে সর্বমোট ৩২’লক্ষ লোক আক্রান্ত হয়ে লক্ষাধিক লোকের মৃত্যু হয়েছে। দেশের অর্থনীতির মেরুদন্ড এক প্রকার ভেঙে গিয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে আবার কিভাবে দেশকে পুনর্গঠন করা যায় এনিয়ে সরকারের মধ্যে আলোচনা ও পরিকল্পনার শেষ নেই। যখনইআশার কোন নতুন আশার আলো দেখতে শুরু করে তখনই আবার নতুনকরে করোনার ছোবল। এ জন্য এবার শক্ত হাতে করোনা নিয়ন্ত্রনের উদ্যোগ গ্রহন করে প্রাথমিক ভাবে ১০টি জোনকে লাল ও ৮’টি জোনকে কমলা রং দিয়ে আজ ১৫’ই মার্চ সোমবার থেকে সারা দেশে লক ডাউনের আওতায় আনা হয়েছে এবং আগামী ৩’রা এপ্রিল স্টার সানডেকে কেন্দ্র করে ২ থেকে ৪’ঠা এপ্রিল পুরোদেশকে লাল জোনের অন্তর্ভুক্ত ঘোষনা করা হয়েছে।
লাল জোনের অন্তরভুক্ত এলাকার স্কুল কলেজ বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালানো হবে, সব এলাকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধপত্রের দোকান ছাড়া সব কিছু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ইতালীজুড়ে পরিস্থিতি খারাপ হওয়ায় জরুরী কাজ ছাড়া বাহিরে না যাওয়ার জন্য বলা হয়েছে এবং সর্বত্রই মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য পরমার্শ দেয়াহয়েছে।এই অবস্থায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে নেমে এসেছে হতাশা। ব্যবসা বানিজ্য যখন সব কিছু বন্ধ, এমতাবস্থায় দেশের পরিবারকে সাহায্য করাতো দুরের কথা নিজেদের খরচ চালানোই দুরুহ হয়ে পড়েছে।
ইউরোপ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























