ইউরোপ ব্যুরো অফিস ডেস্ক রিপোর্ট।। আজ সোমবার ১৫’ই মার্চ থেকে শুরু হওয়া লক ডাউনের মাধ্যমে ইতালীকে করোনা নিয়ন্ত্রনের জন্য সরকারের উদ্যোগসফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান হয়েছে। এ দিকে গতকাল নতুন করে ২৬’হাজার লোক নতুন করে আক্রান্ত হয় জার মধ্যে৩১৭’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালীতে সর্বমোট ১’লক্ষ ২’হাজার লোকের মৃত্যু ও ৩২’লক্ষ লোক করোনায় আক্রান্ত হওয়ায় ইতালীর সরকার ও প্রশাসনকে ভাবিয়ে তুলেছে বিধায় মারিও দ্রাঘির সরকার এপ্রিলের প্রথম থেকে প্রতিদিন কমপক্ষে ৫’লক্ষ লোকের শরীরে টিকা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।
ইউরোপ থেকে আমাদের সহকর্মী নাজমুল আহসান তুহিন জানান, ইতালিতে এখন থেকে ১৮’বছরের উপরে যে কেউ গ্রহণ করার উপযুক্ত জনসন এন্ড জনসন কোম্পানির জানসেনভ্যাক্সিন ১২’ই মার্চ শুক্রবার অনুমোদন দিয়েছে ইতালিয়ান মেডিসিন এজেন্সি (আইফা)। দীর্ঘ কাল অপেক্ষার মধ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে মহামারি কাটিয়ে উঠতে শক্তিশালী অস্ত্র হিসেবে সর্বোচ্চ সক্ষমতা আছে ১’ডোজের এই ভ্যাক্সিনে, জানিয়েছে আইফা। এ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আশংকার কোন কারন নেই, যা অনেকে পাবে এবং দ্রুত’ই তা দেওয়া হবে। ইতালিতে এখন থেকে ১৮’বছরের উপরে যে কেউগ্রহণ করার উপযুক্ত জনসন এন্ড জনসন কোম্পানির জানসেন ভ্যাক্সিন ১২’ই মার্চ শুক্রবার অনুমোদন দিয়েছে ইতালিয়ান মেডিসিন এজেন্সি (আইফা)। মহামারি কাটিয়ে উঠতে শক্তিশালী অস্ত্র হিসেবে সর্বোচ্চ সক্ষমতা আছে ১’ডোজের এইভ্যাক্সিনে, জানিয়েছে আইফা।
ইতালীতে গত ২৭’শে ডিসেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গতকাল ১৩’ই মার্চ পর্যন্ত ইতালীতে ১৭২১’ক্লিনিকের মাধ্যমে ফাইজার বায়োনটেক,মদের্না ও অ্যাস্টার্জোনিকা সর্বমোট ৬৫’লক্ষ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। যাদের মধ্যে ২০’লক্ষের শরীরে ২’ডোজ প্রয়োগ করা হয়েছে।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ