ডেস্ক রিপোর্টঃ হাছন রাজা  ছিলেন স্বভাবকবি। হাছন রাজার জন্ম ১৮৫৪ সালে ২১ শে  ডিসেম্বর বিশ্বনাথ উপজেলার রামপাশার প্রসিদ্ধ জমিদার বংশে। শেষ জীবনে তিনি বৈরাগী হয়ে ওঠেন। হাছন রাজার লেখা উল্লেখযোগ্য একটি গান –  “লোকে বলে, বলেরে।”

তার লেখা গানগুলো গায়কদের দিয়ে গাওয়াতেন এবং তা তিনি শুনতেন। হাছন রাজা মারা যান ১৯২২ সালের ৬ ই ডিসেম্বর।দেওয়ান হাছন রাজার নাম অহিদুর রেজা বা দেওয়ান হাছন রাজা (ছদ্মনাম)। তিনি বাংলাদেশের মরমি কবি এবং বাউলশিল্পীও।

অনেকে বলে থাকেন, হাছন রাজা নাকি ছিলেন লালন শাহের প্রধান পথিকৃৎ। তার পাশাপাশি  যাঁরা লালন শাহের পথিকৃৎ ছিলেন তাঁরা হলেন –  দুদু শাহ, পাঞ্জু শাহ, পাগলা কানাই, রাধারমণ দত্ত, আরকুম শাহ, জালাল খাঁ প্রমুখ।

হাছন রাজার নিজের লেখাগুলোর মধ্যে,,,
“মম আঁখি হইতে পয়দা আসমান-জমিন
শরীরে করিল পয়দা শক্ত আর নরম
আর পয়দা করিয়াছে ঠান্ডা আর গরম
নাকে পয়দা করিয়াছে খুসবয় বদবয় ”……
এবং
“রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে আমার মাঝত বাহির হইয়া দেখা দিল আমারে “….. এ গানগুলি উল্লেখযোগ্য। এ গানগুলো আজও গুণী লোকদেরকে ভাবিয়ে তোলে। তাঁর লেখা –  নেশা লাগিলরে; লোকে বলে বলেরে; মাটির পিঞ্জিরার মাঝে; সোনা বন্ধে আমারে; কান্দে হাছন রাজা প্রভৃতি গান আজ ও মানুষেী মনে  স্মরণীয় হয়ে আছে।

ডেস্ক নিউজ ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে