নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই অবস্থা চলতে পারে আগামীকাল পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ কেটে গেলেই বাড়বে শীতের তীব্রতা।

ইতিমধ্যে বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। চলতি মাসের শেষ সপ্তাহে রংপুর, রাজশাহী ও সিলেটসহ উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে। তবে সাগর উত্তাল থাকায়, সব ধরনের নৌযানকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

শনিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গল ও চাঁদপুরে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

আবহওয়া ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে