নাজমুল আহসান তুহিন(ইউরোপ ব্যুরো প্রধান)।।
ইতালীস্থ বরিশাল বিভাগের ইতালী আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী কামরল আহসান মন্টুর উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের দুই প্রেসেডিয়াম সদস্য, দক্ষিন বাংলার উন্নয়নের রুপকার অসুস্থ আবুল হাসানাত আব্দুল্লাহ ও জাহাংগীর কবির নানকের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার ৪’ই অক্টোবর বাদ’মাগরিব রাজধানী রোমের মক্কি মসজিদ মিলনায়তনে বিশিষ্টসামাজিক ব্যাক্তিত্ব বরিশালের কৃতি সন্তান কামরুল আহসান মন্টুর সভাপতিত্বে ও মেহেদী হাসান এরপরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইতালীআওয়ামীলীগের সভাপতি ও এন আর বি ব্যাংকের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো:ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সিনিয়র সহসভাপতি হাবিব চৌধুরী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক লুৎফর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন রোম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদতক খলিলুর রহমান বন্দুকসী, মোকদম,তুসকলোনা আওয়ামীলীগের সভাপতি জহুরুল হক, যুবলীগের সোহেলবকসি,সৈয়দ সুমন সহ অন্যান্য নেতৃবৃন্ধ সহ বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন দক্ষিন বাংলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক মো: আফজাল হোসেন।

নেতৃবৃন্দ বলেন, দক্ষিন বাংলার বীর পুরুষ বরিশালের উন্নয়নের রুপকার আবুল হাসানাত আব্দুল্লাহ ও জাহাংগীর কবির বর্তমান সরকারের বিশ্বস্থ সহচর বিশ্বব্যাপী করোনা মহামারী সহ বাংলাদেশের বিভিন্ন দুর্যোগেজীবন বাজী রেখে বিশ্ব নেতৃ শেখ হাসিনার উন্নয়ন কর্ম কান্ডে দিনরাত নিরলস পরিশ্রমের করে আজ তারালিজেরাই অসুস্থ।নেতৃবৃন্ধ প্রবাস ও দেশবাসীর কাঁছে তাদের জন্য দোয়া কামনা করছেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মক্কী মসজিদে পেশ ইমাম ও খতিব আল,হাজ্ব ওবায়দুলহক,এ সময় অসুস্থ নেতৃবৃন্দ ছাড়াও মোঃ নাসিম এর মাতা সহ দেশে বিদেশে করোনাভাইরাস সহ বিভিন্নকারনে যারা ইনতেকাল করেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা সহ দেশ বিদেশে সকল অসুস্থব্যাক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে দুনিয়া থেকে করোনা ভাইরাসকে দুনিয়া থেকে উঠিয়ে নেয়ার জন্যকায়েমনোবাক্যে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে