৩শ ৪২ কোটি টাকার প্রকল্প খরচ গিয়ে ঠেকেছে হাজার কোটি টাকায়। আর শেষ হতে লেগেছে নির্দিষ্ট সময়ের চেয়ে ১০ বছর বেশি। ২০১৩-১৪ অর্থবছরে শেষ হওয়া বিদ্যুৎ বিভাগের ১৬ প্রকল্প মূল্যায়ন করে আইএমইডি খুঁজে পায় এমন ভয়াবহ চিত্র। যাতে বলা হয়, প্রকল্পগুলোর কোনোটিই শেষ হয়নি সময় মতো। খরচ বেড়েছে ১১টির ক্ষেত্রেই। প্রতিমন্ত্রী বলছেন, বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের দক্ষতা থাকা দরকার এই খাতে তার অভাব রয়েছে ভয়াবহ। ২০১৩-১৪ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের মোট ১৬ প্রকল্প মূল্যায়ন করে ওই সংস্থা। যার বেশিরভাগই শেষ হয় ২০১৪ সালে। অথচ সেগুলো হাতে নেয়া ৩ থেকে ১৩ বছর আগে। যার বেশ কয়েকটি শেষ করতে সময় লেগেছে প্রায় তিনগুণ। যেমন সিলেটের ১০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট।

২০০১-০২ অর্থবছরে হাতে নেয়া ওই প্রকল ২০০৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও সময় বেশি লাগে ১০ বছর। আর সে সময় প্রকল্প খরচ ৩৪২ কোটি টাকা হলেও শেষ হয় ২০০৪ কোটি টাকায়। অর্থাৎখরচ বাড়ে ১৯৩ শতাংশ। কেনো?

মূল্যায়ন প্রতিবেদনে থাকা ১৬ প্রকল্পের কোনোটিই শেষ হয়নি নির্দিষ্ট সময়ে। আর ১১ প্রকল্পে খরচ বাড়ে তিনগুণ পর্যন্ত। ১১ টিতে বাড়ে খরচ এবং সময় দুই-ই। এসব অব্যবস্থাপনার জন্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় প্রকল্প প্রণয়নে দুর্বলতা, অদক্ষতার সাথে ঋণচুক্তি, জমি সংক্রান্ত জটিলতা এবং দক্ষ জনবলের অভাবকে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেয় ওই সংস্থা। বর্তমানে দেশে চালু বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১০৫ টি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে