সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করা নিয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা রিটের আরেক দফা শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আরেক দফা শুনানি শেষে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে, রোববার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘Cyberbullying now adds to her trauma’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেনদটি সংযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক এই রিট করেন।

আজ শুনানি চলাকালে এটি কিভাবে জনস্বার্থে রিট আবেদন হয় তা নিয়েও প্রশ্ন তুলেন হাইকোর্ট। এদিকে রিটের শুনানি চলাকালে আদালতে উপস্থিত ছিলেন না শিপ্রা দেবনাথ। এসময় হাইকোর্ট প্রশ্ন রেখে বলেন, শিপ্রা সংক্ষুব্ধ হলে সে নিজে কেন আদালতে আসলো না। পরে শিপ্রা কি অবস্থায় আছে, কেন আদালতে আসতে পারলো না- তা জানাতে বলা হয়েছে। হাইকোর্ট বলেন, পুলিশ বা জজ যে কেউ অন্যায় করলে শাস্তি পাবে। কেউ আইনের উর্ধ্বে নয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে