ভারতে তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে এ কথা জানান তিনি। এসময় বিশেষ ক্যাটাগরিতে বাংলাদেশ ভিসা সুবিধা পাবে বলেও জানান হর্ষ বর্ধন শ্রিংলা।
এদিকে, রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বৈঠকে ভারতের কাছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চাইবে বাংলাদেশ। পাশাপাশি যুক্তরাজ্যের অক্সফোর্ডের ভ্যাকসিনটি বাংলাদেশে পরীক্ষার জন্যও তার কাছে সুপারিশ করা হবে। সচিবদের বৈঠকে, রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে আরও জোরাল ভূমিকা রাখার আহ্বান জানাবে ঢাকা।
এছাড়াও রাজনৈতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় আরো কিছু বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। কোন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই, দুদিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ সফরকে আকস্মিক বলতে রাজি নন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার দাবি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে এ ধরনের সফর নিয়মিত ঘটনা। জানা গেছে, বুধবার দুপুরেই ঢাকা ছাড়বেন শ্রিংলা, পরে কলকাতা হয়ে মিয়ানমারে যাওয়ার কথা রয়েছে তার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ