ব্যাংকসহ আর্থিক খাতে হ্যাকিংয়ের ঘটনা রোধে বিদ্যমান সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনাকে আধুনিক করার পরামর্শ দিয়েছে বিশ্বের নামকরা তথ্যপ্রযুক্তিবিদরা। এতে রিজার্ভ চুরির মত দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছেন তারা। রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে এসব বিষয় উঠে আসে। গেল বছর বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ডলার চুরি হয় হ্যাকিংয়ের মাধ্যমে। একই কায়দায় বিশ্বের আরো কয়েকটি দেশেও ঘটে সাইবার হামলা। এ বিষয়ে আন্ত:লেনদেন সংস্থা সুইফট সতর্কতা জারি করে।
ইন্টারনেট কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি কমাতে করণীয় নিয়ে আর্ন্তজাতিক এই সম্মেলনে অংশ নেয় ফায়ারআই, সিসকো, সিএ টেকনোলজি, মাইক্রোসফটসহ নামকরা আট বিদেশি কোম্পানি। বিশ্লেষকরা বলছেন, ৭৫ শতাংশ সাইবার হামলাই, অভ্যন্তরীন। এনআরডি এস এর ব্যবস্থাপনা পরিচালক রিমান টাফ জাইলিউয়াফ বলেন, সারা বিশ্বেই ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই সাইবার নিরাপত্তায় সক্ষমতা ও সচেতনা বাড়ানো দরকার। এছাড়া, অভ্যন্তরীণ-বৈশ্বিক হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর।
যোগাযোগ অ্যাপস তৈরিতে দেশীয় কোম্পানি এগিয়ে গেলেও আর্থিক খাতের নিরাপত্তায় নির্ভর করতে হয় বিদেশি কোম্পানির ওপর। এতে খরচও হয় অনেক। বিনিয়োগবান্ধব ইকো-সিস্টেম তৈরিতে তাই স্থানীয়দের সুযোগ দেয়ার কথাও বলেন অনেকে। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিতে ভাড়াটে সাইবার সন্ত্রাসীর ব্যবহারও বাড়ছে বলে সতর্ক করেন বিশ্লেষকরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ