বাজেট ঘাটতি মেটাতে উচ্চ সুদে সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ না করে, সরকারকে বিকল্প উপায়ে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’এর প্রধান ব্রায়ান জে এটকেন।

তিনি বলেন, সেক্ষেত্রে বন্ড মার্কেট তৈরি করে সেখানে সরকারি বন্ড ইস্যু করা যেতে পারে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরে এ সংবাদ সম্মেলনে আইএমএফ মিশন প্রধান বলেন, এখানকার পুঁজিবাজারের আরো উন্নয়ন দরকার। তার মতে, শিল্পখাতে বিনিয়োগকে উৎসাহিত করতে বন্ড মার্কেট গড়ে তোলা প্রয়োজন।

এছাড়া তিনি মনে করেন, গ্যাস, বিদ্যুত এবং যোগাযোগ অবকাঠামোতে বিনিয়োগে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে রাজস্ব আদায়ের হার জিডিপির অনুপাতে অনেক কম, কর আদায় প্রক্রিয়ার আধুনিকায়নের মাধ্যমে তা বাড়ানো সম্ভব।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে