গ্যাসের দাম বৃদ্ধির ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার-এমসিসিআই। এতে রপ্তানি খাতে বাংলাদেশ প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এসব প্রতিক্রিয়া জানায় এমসিসিআই। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিইআরসির মাধ্যমে সরকারকে পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছে সংগঠনটি। ব্যবসায়ীদের মতে গ্যাসের দাম বাড়ায় পরিবহন ও উৎপাদনে খরচ বেড়ে যাবে।
এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। ব্রেক্সিট পরবর্তী সময়ে বিশ্ববাজারে পণ্যের চাহিদা কম উল্লেখ করে এমসিসিআই বলছে এখনই গ্যাসের দাম বাড়ানো ঠিক হবে না।
অর্থনৈতিক ডেস্ক, বিডি টাইমস নিউজ