ফেব্রুয়ারি মাসেও কমেছে রেমিট্যান্সের পরিমাণ। গত মাসে ৯৩ কোটি ৬২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
জানুয়ারিতে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০০ কোটি ৯৪ লাখ ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৭ কোটি ৩২ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২০ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত হিসেবে প্রবাসী আয় কমেছে ১৭ শতাংশ।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া সহ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা রেমিট্যান্স কমে যাওয়ার বড় কারণ। এছাড়াও বেসরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানি কমে যাওয়া ও অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়ে যাওয়ায় রেমিট্যান্সের প্রবাহ কমছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ