বাংলাদেশে থাকা মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভরন কিনছে চীনের জিনহুয়া। এদেশে প্রতিষ্ঠানটির দুই বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কিনতে প্রাথমিক চুক্তি করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

চীনের জ্বালানী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা এ কথা জানান। এটি হবে জ্বালানি ক্ষেত্রে দক্ষিন এশিয়ায় চীনের প্রথম বিনিয়োগ। চুক্তি বাস্তবায়নের সম্পূর্ণ অধিকার বাংলাদেশের পেট্রোবাংলার হাতে। গ্যাসক্ষেত্রগুলো কিনতে আগ্রহী হওয়ায় চীনা প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ব্যাংক থেকে অর্থায়ন বাড়ানোর চেষ্টা করছে।

তবে নিলামের আগে বাংলাদেশ উড ম্যাকেঞ্জি নামে একজন বৈশ্বিক শক্তি পরামর্শক নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে বলে সুত্র জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে। তবে জিনহুয়ার আগ্রহের ব্যাপারে বাংলাদেশ থেকে কিছু জানানো হয়নি।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে