অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৮৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১২৮তম। গেল বছর যা ছিলো ১৩৭তম। বৈশ্বিক এ প্রতিবেদন তৈরি করেছে যৌথভাবে মার্কিন থিংক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশন এবং ওয়াল স্ট্রিট জার্নাল।
এবার সূচকে বাংলাদেশ প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে অতিক্রম করে ৫৫ পয়েন্ট অর্জন করেছে যা গত বছরের চেয়ে ১ দশমিক ৭ পয়েন্ট বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, একটি দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন অর্থনৈতিক স্বাধীনতা তৈরি হয় এবং ব্যক্তি সুযোগ বাড়ে। অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে ব্যবসার এমন পরিবেশ যেখানে উদ্যোক্তারা মুক্তভাবে তাদের কর্মকাণ্ড করতে পারে। অর্থনৈতিক স্বাধীনতা সূচক তৈরিতে আইনের শাসন, সরকারি আয়-ব্যয়ের হিসাব, নিয়ন্ত্রণগত দক্ষতা এবং মুক্তবাজার-এই চার বিষয়কে বিবেচনায় নেয়া হয়েছে।
ইকোনমিক্স ডেস্ক, বিডি টাইমস নিউজ