ব্যক্তিগত নিরাপত্তা ও অবাধ তথ্য প্রবাহের অপব্যবহার রুখতে জাতীয় সম্প্রচার আইন ও সাইবার অপরাধ দমন আইন করছে সরকার জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের জন্য প্রস্তাবিত নবম ওয়েজবোর্ডে টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা রিপোটার্স ইউনিটির মিট দ্যা প্রেসে রোববারের অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তথ্যমন্ত্রী। প্রস্তাবিত নবম ওয়েজ বোর্ড গঠন প্রশ্নে তথ্যমন্ত্রী জানান, এর প্রাথমিক কাজ শেষ। এবং প্রথমবারের মতো এর আওতায় আসঝে টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমের কর্মীরা। পাশাপাশি তথ্য-প্রযুক্তি আইনের ত্রুটিপূর্ণ কিছু প্রয়োগের কথা স্বীকার করেন তথ্যমন্ত্রী। জানান ব্যক্তিগত তথ্য ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সম্প্রচার আইন ও সাইবার অপরাধ দমন আইন প্রণোয়ন প্রায় চূড়ান্ত।
এসময় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গও। বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বর্জনের কথা বলে দল প্রধান খালেদা জিয়াকে মামলা থেকে বাঁচাতে দর কষাকষি করছে বিএনপি ।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ